সানাইটা আজ বলছে কি - আজ মধু রাত আমার ফুলশয্যা


গানঃ সানাইটা আজ বলছে কি
Title: Aj Modhurat Amar Fulsojja
শিল্পীঃ কুমার শানু ও আলকা বণিক
গীতিকারঃ নাদেম শ্রাবণ



সানাইটা আজ বলছে কি 
আমি জানি সেই কথা
রাত জেগে কেউ শুনছে কি
আমি শুধু শুনছি তা
কি করে বলি এই প্রাণ চায় যা।
আজ মধুর রাত আমার ফুলশয্যা(৪) 

এই বাসর ঘর ফুলে সাজানো, 
আর জ্বলছে ধূপ প্রীতির সুগন্ধে।।
কোন্ পালঙ্কে বসেছ যে তুমি
এক প্রতিমার ভঙ্গি ছন্দে
ঐ ঘোমটা ফেলে দাও,
এই হাতটা ধরোনা;
হায় রাত বাকি নেই আর
কিছু গল্প করনা;
এই রাত ভোর হলে ফিরে পাবেনা।
আজ মধুর রাত আমার ফুলশয্যা(৪) 

এই একটি রাত জাগবো বলে, 
হায় কত রাত করেছি প্রতিক্ষা।।
আজ সবকিছু দিলাম তোমায়
দাও আমাকে ভালোবাসায় দীক্ষা
কোন সাত পাকেতে নয়,
কোন মন্ত্র বুঝিনা,
যদি মনটা পাই তোমার
কিছু আর তো খুঁজিনা;
প্রাণে প্রাণে বাঁধা রাখি খোলা যাবেনা।
আজ মধুর রাত আমার ফুলশয্যা(৪)

সানাইটা আজ বলছে কি 
আমি জানি সেই কথা
রাত জেগে কেউ শুনছে কি
আমি শুধু শুনছি তা
কি করে বলি এই প্রাণ চায় যা।
আজ মধুর রাত আমার ফুলশয্যা(৪)

Post a Comment

Previous Post Next Post