ভালবাসবো বাসবো রে
Title: Valobashbo Bashbo Re
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
ছবিঃ হৃদয়ের কথা
আমার মনের ঘরে চান্দের আলো চুইয়া চুইয়া পড়ে,
পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে,
ভালবাসব বাসবো রে বন্ধু তোমায় যতনে।।
দুধে-আলতা গায়ের বরন রুপ যে কাঞ্চা সোনা,
আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। (২)
আমি প্রথম দেখে পাগল হইলাম,মন তো আর মানে না।।
কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে,
ভালবাইসো বাইসো রে বন্ধু আমায় যতনে।
নিশি ভোরে জোনাক নাচে মনেরও গহীন বনে,
স্বপ্ন দেখাও বন্ধু তুমি নিগূঢ়ও আলিঙ্গনে। (২)
তোমায় মায়া দিলাম,সোহাগ দিলাম,নিলাম আপন করে।।
পাশে থাকবো থাকবো রে বন্ধু তোমার ক্ষরণে।
ভালবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে,
ভালবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে,
ভালবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে,
ভালবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে।।