শ্রাবনের মেঘগুলো
Title: Sraboner Meghgulo
ব্যান্ডঃ ডিফারেন্ট টাচ
অ্যালবামঃ স্বপ্নের পথযাত্রী
দূর অজানায় চায় হারাতে?
আজ কেন মন উদাসী হয়ে,
দূর অজানায় চায় হারাতে?
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে,
অঝরে নামবে বুঝি শ্রাবণ ঝরায়ে।
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে,
অঝরে নামবে বুঝি শ্রাবণ ঝরায়ে।।
কবিতার বই সবে খুলেছি,
হিমেল হাওয়ায় মন ভিজেছে,
জানালার পাশে চাঁপা মাধবী,
বাগান বিলাসী হেনা দুলেছে।। (২)
আজ কেন মন উদাসী হয়ে,
দূর অজানায় চায় হারাতে?
মেঘেদের যুদ্ধ শুনেছি,
সিক্ত আকাশ কেঁদে চলেছে,
থেমেছে হাঁসের জলকেলী,
পথিকের পায়ে হাটা থেমেছে।। (২)
আজ কেন মন উদাসী হয়ে,
দূর অজানায় চায় হারাতে?
আজ কেন মন উদাসী হয়ে,
দূর অজানায় চায় হারাতে?
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে,
অঝরে নামবে বুঝি শ্রাবণ ঝরায়ে।
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে,
অঝরে নামবে বুঝি শ্রাবণ ঝরায়ে।।
Thanks
ReplyDeleteBand: Different Touch. PLease Fix this immediately.
ReplyDeleteThanks
ReplyDelete